প্রকাশিত: Tue, Dec 20, 2022 2:21 AM
আপডেট: Sun, Jan 25, 2026 7:30 PM

মেসিই সর্বকালের সেরা

আমিনুল ইসলাম

যখন ছোট থেকে বড় হচ্ছিলাম, জেনে এসেছি এবং বইয়ের পাতায় পড়েছিÑ সর্বকালের সেরা ফুটবলার হচ্ছে পেলে এবং ম্যারাডোনা। কাতার বিশ^কাপের পর থেকে আমাদের পরবর্তী প্রজন্ম জানবে এবং বইয়ের পাতায় পড়বে, এই গ্রহে সর্বকালের সেরা ফুটবলার আর কেউ নয়, লিওনেল মেসি। আমি নিশ্চিত করে বলতে পারি, বিশ্বকাপ ফুটবল ইতিহাসে সব চাইতে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফাইনালটি আমরা দেখে ফেলেছি। এমন আরেকটা ফাইনাল দেখার জন্য হয়তো প্রজন্মের পর প্রজন্ম অপেক্ষা করতে হবে। দর্শক হিসেবে আমরা নিজেদের সৌভাগ্যবান ভাবতেই পারি। মেসি-এমবাপ্পের লড়াই আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। এমবাপ্পের জন্যও আবার খারাপ লাগছে। 

ফাইনালে হ্যাট্টিক করেও হারতে হলো তাঁর দলকে। আর্জেন্টিনা যোগ্য দল হিসেবেই আজ জিতেছে। ফার্স্ট হাফে ডি-মারিয়া একাই পুরো খেলা নিয়ন্ত্রণ করছিলো। বাম দিক দিয়ে সে যেভাবে ফ্রান্সের ডিফেন্সকে ফাঁকি দিচ্ছিল, দেখার মতো। আমার ঠিক জানা নেই কেন ওদের কোচ মারিয়াকে উঠিয়ে নিলো। এরপর থেকেই ফ্রান্স খেলায় ফিরে এসেছে। আহা! এমবাপ্পের কিছু ঝলকও ছিলো দেখার মতো। আর মেসির কথা আর কী বলবো। আসলে আর্জেন্টিনা-ফান্সের মধ্যকার ফাইনালে জিতে গিয়েছে ফুটবল। ফেসবুক থেকে